Agnishikha Esho Esho (অগ্নিশিখা, এসাে এসাে, আনাে আনো আলাে) - Rabindra Sangeet |
অগ্নিশিখা, এসাে এসাে, আনাে আনো আলাে।
দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালাে॥
আনাে শক্তি, আনাে দীপ্তি, আনাে শান্তি, আনাে তৃপ্তি,
আনাে স্নিগ্ধ ভালােবাসা, আনাে নিত্য ভালাে॥
এসাে পুণ্যপথ বেয়ে এসাে হে কল্যাণী-
শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহাে আনি।
দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে
আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥