![]() |
Alpo Loiya Thaaki Taai (অল্প লইয়া থাকি, তাই মাের যাহা যায় তাহা যায়) - Rabindra Sangeet |
অল্প লইয়া থাকি, তাই মাের যাহা যায় তাহা যায়।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে 'হায় হায়'॥
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তােমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।
তােমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায়॥