Anek Paawar Maajhe Maajhe (অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া) - Rabindra Sangeet |
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মাের চিরদিনের চাওয়া॥
হারিয়ে যাওয়া আলাের মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মাের জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলাের মালা
সেই নিয়েই আজ সাজাই আমার থালা-
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া॥