Paakhi Tor Sur Bhulis (পাখি, তাের সুর ভুলিস নে) - Rabindra Sangeet |
আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা।
অরুণ-আলাের করুণ পরশ গাছে গাছে লাগে,
কাঁপনে তার তােরই যে সুর জাগে-
তুই ভােরের আলাের মিতা জানিস কি তা।
আমার জাগরণের মাঝে
রাগিণী তাের মধুর বাজে জানিস কি তা।
আমার রাতের স্বপনতলে প্রভাতী তাের কী যে বলে
নবীন প্রাণের গীতা
জানিস কি তা ॥