Phagun-Haway Range (ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে) - Rabindra Sangeet

Phagun-Haway Range (ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে) - Rabindra Sangeet
Phagun-Haway Range (ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে) - Rabindra Sangeet

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গােলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের 'পরে ।।
সেইখানে মাের পরানখানি যখন পারি বহে আনি,
নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে ।।
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে-
ওগাে তুমি রঙের পাগল, ধরব তামায় কেমন করে।
কোন্ আড়ালে লুকিয়ে রবে, তােমায় যদি না পাই তবে
রক্তে আমার তােমার পায়ের রঙ লেগেছে কিসের তরে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts