Phaguner Shuru Hotei (ফাগুনের শুরু হতেই শুকনাে পাতা ঝরল যত) - Rabindra Sangeet |
ফাগুনের শুরু হতেই শুকনাে পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গাে,
ওগাে কও ফুটল কত।
তারা কয়, 'হঠাৎ হাওয়ায় এল ভাসি
মধুরের সুদূর হাসি হায়।
খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।'
'আজ কি তবে এসেছে সে নবীন বেশে।
তারা কয়,আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে।
সেই বারতা কানে নিয়ে
যা ই যাই চলে এই বারের মতা।'