Praan Niye To Sotkechhi 2 (প্রাণ নিয়ে তাে সটকেছি রে) - Rabindra Sangeet |
ওরে বরা, করবি এখন কি!
বাবা রে!
আমি চুপ ক'রে এই
আমড়াতলায় লুকিয়ে থাকি।
এই মরদের মুরদখানা,
দেখেও কি রে ভড়কালি না-
বাহাবা, সাবাস তােরে,
সাবাস্ রে তাের ভরসা দেখি।
গরীব ব্রাহ্মণের ছেলে
ব্রাহ্মণীরে ঘরে ফেলে
কোথা এলেম এ ঘাের বনে!
মনে আশা ছিল মস্ত
চলবে ভাল দক্ষিণ হস্ত-
হা রে রে পােড়া কপাল,
তাও যে দেখি কেবল ফাঁকি!