Sab Kaje Hat Lagai (সব কাজে হাত লাগাই মােরা সব কাজেই) - Rabindra Sangeet |
সব কাজে হাত লাগাই মােরা সব কাজেই।
বাধা বাঁধন নেই গাে নেই ।।
দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি যুঝি,
মােরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজেই ।।
পারি নাইবা পারি, নাহয় জিতি কিম্বা হারি-
যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই।
আপন হাতের জোরে আমরা তুলি সৃজন ক'রে,
আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই ।।