Shrinwontu Bishwe (শৃণ্বন্ত্ত রিশ্বে অমৃতস্য পুত্রা, আ যে ধামানি দিৱ্যানি তস্হূঃ) - Rabindra Sangeet |
শৃণ্বন্ত্ত রিশ্বে অমৃতস্য পুত্রা, আ যে ধামানি দিৱ্যানি তস্হূঃ, -
রেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যাৱর্ণং তমসঃ পরস্তাৎ।
তমের ৱিদিত্বাহতি মৃত্যুমেতি, নান্যঃ পন্থা ৱিদ্যতেহয়নায় ।।
-ঋগ্বেদ ও শুক্লযজুর্বেদ
শোন শোন সুরলোকবাসী, অমৃতের যে আছ সন্তান,
জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান্।
তপন-বরন তিনি, আঁধারের পারে যিনি,
তাঁহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায় ।।
-ইন্দিরা দেবীচৌধুরানী
এতজজ্ঞেয়ং নিত্যমেরাত্মসংস্থং নাতঃপরং রেদিতব্যং হি কিঞ্চিৎ,
সংপ্রাপ্যৈনমৃষয়ো জ্ঞানতৃপ্তাঃ, কৃতাত্মানো বীতরাগাঃ প্রশান্তাঃ।
তমের ৱিদিত্বাহতি মৃত্যুমেতি, নান্যঃ পন্থা রিদ্যতেহয়নায়।।
-উপনিষদ্
নিত্য যিনি রয়েছেন, আপনাতে করি ভর,
জান তাঁরে, জানিবার কী আছে তাঁহার পর।
যাঁহারে পাইয়া জ্ঞান-পরিতৃপ্ত ঋষিগণ,
কৃতার্থ, বিগতরাগ, নির্লিপ্ত, প্রশান্ত মন।
তাঁহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায় ।।
-ইন্দিরা দেবীচৌধুরানী
যশ্চায়মস্মিন্নাকাশে তেজময়োহমৃতময়ঃ পুরুষঃ সর্বানুভূঃ,
যশ্চায়মস্মিন্নাত্মানি তেজময়োহমূতময়ঃ পুরুষঃ সর্বানুভূঃ,
তমের রিদিত্বাহতি মৃত্যুমেতি, নান্যঃ পন্থা ৱিদ্যতেহয়নায় ।।
-বৃহদারণ্যক উপনিষদ্
তেজোময় পুরুষ অমৃতময় সর্বজ্ঞ মহান্,
আকাশে আত্মায় যিনি সমভাবে সদা বিদ্যমান।
তাঁহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায় ।।
-ইন্দিরা দেবীচৌধুরানী