![]() |
Tai Tomar Anondo (তাই তােমার আনন্দ আমার 'পর) - Rabindra Sangeet |
তাই তােমার আনন্দ আমার 'পর
তুমি তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
তােমার প্রেম হত যে মিছে।
আমায় নিয়ে মেলেছ এই মেলা,
আমার হিয়ায় চলছে রসের খেলা,
মাের জীবনে বিচিত্ররূপ ধরে
তােমার ইচ্ছা তরঙ্গিছে।।
তাই তাে তুমি রাজার রাজা হয়ে
তবু আমার হৃদয় লাগি
ফিরছ কত মনােহরণ-বেশে
প্রভু, নিত্য আছ জাগি।
তাই তাে, প্রভু, যেথায় এল নেমে,
তােমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,
মূর্তি তােমার যুগল-সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে।।