![]() |
Tar Hate Chilo Hasir (তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রঙ-করা) - Rabindra Sangeet |
তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রঙ-করা।
মাের সাথে ছিল দুখের ফলের ভার অশ্রুর রসে ভরা॥
সহসা আসিল, কহিল সে সুন্দরী 'এসাে-না বদল করি'।
মুখপানে তার চাহিলাম, মরি মরি, নিদয়া সে মনাহরা ॥
সে লইল মাের ভরা বাদলের ডালা, চাহিল সকৌতুকে।
আমি লয়ে তার নব ফাগুনের মালা তুলিয়া ধরিনু বুকে।
'মাের হল জয়' যেতে যেতে কয় হেসে,দূরে চলে গেল ত্বরা।
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা ॥