![]() |
Thaamo, Thaamo-Kothay (থামাে থামাে) - Rabindra Sangeet |
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গােপন দায়ে।
আমি নগর-কোটালের চর।
আমি বণিক, আমি চলেছি
আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর।
কী আছে তােমার পেটিকায়।
আছে মাের প্রাণ আছে মাের শ্বাস।
খােলাে, খােলাে, বৃথা কোরাে না পরিহাস।