![]() |
Tham Re Tham Re Tora (থাম্ রে, থাম্ রে তােরা, ছেড়ে দে, ছেড়ে দে) - Rabindra Sangeet |
থাম্ রে, থাম্ রে তােরা, ছেড়ে দে, ছেড়ে দে-
দোষী ও-যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই,
আমারি ছলনা ও যে-
বেঁধে নিয়ে যা মােরে
রাজার চরণে।
চুপ করাে, দূরে যাও, দূরে যাও নারী-
বাধা দিয়ে না, বাধা দিয়াে না।