![]() |
Tomar Aanondo Oi 2 (তােমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গাে। ওগাে পুরবাসী) - Rabindra Sangeet |
তােমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গাে। ওগাে পুরবাসী
বুকের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলাে গাে।।
পথে সেচন কোরাে গন্ধবারি মলিন না হয় চরণ তারি,
তােমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গাে।
আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলাে ফেলাে গাে।।
তােমার সকল ধন যে ধন্য হল হল গাে।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলাে গাে।
হেরাে রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলকমগন,
তােমার নিত্য আলাে এল দ্বারে, এল এল এল গাে।
তােমার পরানপ্রদীপ তুলে ধােরাে, ওই আলােতে জ্বেলাে গাে।।