Tomar Beena Aamar Manomajhe (তােমার বীণা আমার মনােমাঝে) - Rabindra Sangeet

Tomar Beena Aamar Manomajhe (তােমার বীণা আমার মনােমাঝে) - Rabindra Sangeet
Tomar Beena Aamar Manomajhe (তােমার বীণা আমার মনােমাঝে) - Rabindra Sangeet

কখনাে শুনি, কখনাে ভুলি, কখনো শুনি না যে ॥
আকাশ যবে শিহরি উঠে গানে
গােপন কথা কহিতে থাকে ধরার কানে কানে-
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।
হে বীণাপাণি, তােমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ॥
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালাে পথ উতলা সমীরণে।
তােমার সুর ফাগুনরাতে জাগে,
তােমার সুর অশােকশাখে অরুণরেণুরাগে।
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জড়ায় আবরণে-
আঁধারে আলাে আবিল করে, আঁখি যে মরে লাজে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts