![]() |
Tomar Haater Arunolekha (তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি) - Rabindra Sangeet |
তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি।।
তােমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে,
তাই নিয়ে তাে ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি ।।
এই কামনা রইল মনে- গােপনে আজ তােমায় কব
পড়বে আঁকা মাের জীবনে রেখায় রেখায় আখর তব।
দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবে
তােমার হাতের লিখনমালা
সুরের সুতােয় যাব গাঁথি ।।