Tomar Haater Arunolekha (তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি) - Rabindra Sangeet

Tomar Haater Arunolekha (তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি) - Rabindra Sangeet
Tomar Haater Arunolekha (তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি) - Rabindra Sangeet

তােমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি।‌।
তােমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে,
তাই নিয়ে তাে ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি ।।
এই কামনা রইল মনে- গােপনে আজ তােমায় কব
পড়বে আঁকা মাের জীবনে রেখায় রেখায় আখর তব।
দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবে
তােমার হাতের লিখনমালা
সুরের সুতােয় যাব গাঁথি ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts