![]() |
Tomar Kaachhe E Bar Maagi (তােমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি) - Rabindra Sangeet |
তােমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি
গানের সুরে ।।
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গাে পূরে গানের সুরে ।।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতাে।
আলােক সেথা দেয় গাে আনি আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে ।।