![]() |
Tomari Naam Bolbo (তােমারি নাম বলব নানা ছলে) - Rabindra Sangeet |
তােমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥
বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে॥
বিনা প্রয়ােজনের ডাকে ডাকব তােমার নাম,
সেই ডাকে মাের শুধু শুধুই পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে॥