Tora Shunis Ni Ki (তােরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি) - Rabindra Sangeet

Tora Shunis Ni Ki (তােরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি) - Rabindra Sangeet
Tora Shunis Ni Ki (তােরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি) - Rabindra Sangeet

তােরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
ওই যে আসে, আসে, আসে।
যুগে যুগে পলে পলে দিনরজনী
সে যে আসে, আসে, আসে।
গেয়েছি গান যখন যত আপন-মনে খ্যাপার মতাে
সকল সুরে বেজেছে তার আগমনী-
সে যে আসে, আসে, আসে
কত কালের ফাগুন-দিনে বনের পথে
সে যে আসে, আসে, আসে।
কত শ্রাবণ অন্ধকারে মেঘের রথে
সে যে আসে, আসে, আসে।
দুখের পরে পরম দুখে, তারি চরণ বাজে বুকে,
সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।
সে যে আসে, আসে, আসে ৷৷

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts