![]() |
Tumi Ebaar Aamay Laho (তুমি এবার আমায় লহাে হে নাথ,লহো) - Rabindra Sangeet |
তুমি এবার আমায় লহাে হে নাথ,লহো।
এবার তুমি ফিরাে না হে-
হৃদয় কেড়ে নিয়ে রহে
যে দিন গেছে তােমা বিনা তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তােমার আলােয় জীবন মেলে যেন জাগি অহরহ॥
কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে তােমার আপন বাণী কহাে॥
কত কলুষ কত ফাঁকি এখনাে যে আছে বাকি
মনের গােপনে,
আমায় তার লাগি আর ফিরায়াে না,
তারে আগুন দিয়ে দহাে।