Tumi Ebaar Aamay Laho (তুমি এবার আমায় লহাে হে নাথ,লহো) - Rabindra Sangeet

Tumi Ebaar Aamay Laho  (তুমি এবার আমায় লহাে হে নাথ,লহো) - Rabindra Sangeet
Tumi Ebaar Aamay Laho (তুমি এবার আমায় লহাে হে নাথ,লহো) - Rabindra Sangeet

এবার তুমি ফিরাে না হে-
হৃদয় কেড়ে নিয়ে রহে
যে দিন গেছে তােমা বিনা তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তােমার আলােয় জীবন মেলে যেন জাগি অহরহ॥
কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে তােমার আপন বাণী কহাে॥
 কত কলুষ কত ফাঁকি এখনাে যে আছে বাকি
মনের গােপনে,
আমায় তার লাগি আর ফিরায়াে না,
তারে আগুন দিয়ে দহাে।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts