![]() |
Baare Baare Phire Phire (বারে বারে ফিরে ফিরে তােমার পানে) - Rabindra Sangeet |
বারে বারে ফিরে ফিরে তােমার পানে
দিবারাতি ঢেউয়ের মতাে চিত্ত বাহু হানে,
মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
রাগরাগিণী উঠে আবর্তিয়া
তরঙ্গে নর্তিয়া
গহন হতে উচ্ছলিত স্রোতে।
ভৈরবী রামকেলি
ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া
পূরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি,
গানে গানে৷
তােমায় আমার ভেসে
গানের বেগে যাব নিরুদ্দেশে।
তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা-
যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়
তালে তালে তালে তানে৷