![]() |
Balo Balo Bondhu (বলাে বলাে বন্ধু বলাে তিনি তােমার কানে কানে) - Rabindra Sangeet |
বলাে বলাে, বন্ধু, বলাে তিনি তােমার কানে কানে
নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে।।
স্তব্ধ দিনের শান্তিমাঝে জীবন যেথায় বর্মে সাজে
বলাে সেথায় পরান তিনি বিজয়মাল্য তােমার প্রাণে।।
বলাে তিনি সাথে সাথে ফেরেন তােমার দুখের টানে।।
বলাে বলাে, বন্ধু, বলাে নাম বলাে তাঁর যাকে তাকে-
শুনুক তারা ক্ষণেক থেমে ফেরে যারা পথের পাকে।
বলা বলাে তাঁরে চিনি ভাঙন দিয়ে গড়েন যিনি-
বেদন দিয়ে বাঁধাে বীণা আপন-মনে সহজ গানে।
দুখীর আঁখি দেখুক চেয়ে সহজ সুখে তাঁহার পানে।।
Balo Balo Bondhu (বলাে বলাে বন্ধু বলাে তিনি তােমার কানে কানে) - Rabindra Sangeet
Balo Balo Bondhu (বলাে বলাে বন্ধু বলাে তিনি তােমার কানে কানে) - Rabindra Sangeet