Ei To Bhaalo Legechhilo (এই তাে ভালাে লেগেছিল আলাের নাচন পাতায় পাতায়) - Rabindra Sangeet |
এই তাে ভালাে লেগেছিল আলাের নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তাে আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,
ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়-
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায় ।।
আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলাের ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পূরে-
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে ৷।
দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়-
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দূরের ক্ষুধা-
এই-যে এ-সব ছােটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ।।
লাগল ভালাে, মন ভােলালাে, এই কথাটাই গেয়ে বেড়াই-
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি মিথ্য আমায় ডাকাডাকি-
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়াে-
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ।।
Ei To Bhaalo Legechhilo (এই তাে ভালাে লেগেছিল আলাের নাচন পাতায় পাতায়) - Rabindra Sangeet
Ei To Bhaalo Legechhilo (এই তাে ভালাে লেগেছিল আলাের নাচন পাতায় পাতায়) - Rabindra Sangeet