Ei Sokal Belar Baadol (এই সকাল বেলার বাদল-আঁধারে) - Rabindra Sangeet |
এই সকাল বেলার বাদল-আঁধারে
আজি বনের বীণায় কী সুর বাঁধা রে ।।
ঝরাে ঝরো বৃষ্টিকলরােলে তালের পাতা মুখর ক'রে তােলে রে,
উতল হাওয়া বেণুশাখায় লাগায় ধাঁদা রে ।।
ছায়ার তলে তলে জলের ধারা ওই
হেরাে দলে দলে নাচে তাথে থৈ- তাথে থৈ।
মন যে আমার পথ-হারানাে সুরে সকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে রে,
শােনে যেন কোন্ ব্যাকুলের করুণ কাঁদা রে।।
Ei Sokal Belar Baadol (এই সকাল বেলার বাদল-আঁধারে) - Rabindra Sangeet
Ei Sokal Belar Baadol (এই সকাল বেলার বাদল-আঁধারে) - Rabindra Sangeet