![]() |
Hey Nobina Protidiner (হে নবীনা প্রতিদিনের) - Rabindra Sangeet |
প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা ।।
শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সােনার মেঘে লীনা ।।
স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা ।
কোন্ অলকার ফুলে মালা সাজাও চুলে,
কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা ।।