Anek Diner Aamar Je Gaan (অনেক দিনের আমার যে গান আামার কাছে ফিরে আসে) - Rabindra Sangeet |
অনেক দিনের আমার যে গান আামার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে॥
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে॥
সকল গৃহ হারালাে যার তােমার তানে তারি বাসা,
যার বিরহের নাই অবসান তার মিলনের আনে ভাসা।
শুকালাে যেই নয়নবারি তােমার সুরে কাঁদন তারি,
ভােলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দূর আকাশে॥