Aho Ki Dushshoho Spardha (অহাে, কী দুঃসহ স্পর্ধা) - Rabindra Sangeet |
অর্জুনে যে করে অশ্রদ্ধা
সে কোনখানে পাবে তার আশ্রয়!
অর্জুন! তুমি অর্জুন!
হাহাহাহা হাহাহাহা, বালকের দল,
মা'র কোলে যাও চলে, নাই ভয়।
অহাে কী অদ্ভুত কৌতুক!
অর্জুন! তুমি অর্জুন!
ফিরে এসাে, ফিরে এসাে,
ক্ষমা দিয়ে কোরাে না অসম্মান,
যুদ্ধে করাে আহ্বান !
বীর-হাতে মৃত্যুর গৌরব
করি যেন অনুভব
অর্জুন! তুমি অর্জুন!