Ei To Bhora Holo (এই তাে ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা) - Rabindra Sangeet |
এই তাে ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল- কে নিবি কে নিবি গাে, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি-
নবমালতীগন্ধ-ঢালা ।।
বনের মাধুরী হরণ করাে তরুণ আপন দেহে।
নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গাে বাসরগেহে-
উপবনের সৌরভভাষা,
রসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা-
করবী রূপসীর অলকানন্দা-
গােলাপে গােলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা ।।
Ei To Bhora Holo (এই তাে ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা) - Rabindra Sangeet
Ei To Bhora Holo (এই তাে ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা) - Rabindra Sangeet