Ei Udaasi Haawar Pothe (এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে) - Rabindra Sangeet |
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,তােমার চরণে দিয়েছি-
লহাে লহাে করুণ করে।।
যখন যাব চলে ওরা ফুটবে তােমার কোলে,
তােমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে।।
বউকথাকও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভাের রাতে।
দুজনের কানাকানি কথা দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে
তােমার অলস দ্বিপ্রহরে ।।
Ei Udaasi Haawar Pothe (এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে) - Rabindra Sangeet
Ei Udaasi Haawar Pothe (এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে) - Rabindra Sangeet