![]() |
Aami Pathbhola Ek Pothik Esechhi (আমি পথভােলা এক পথিক এসেছি) - Rabindra Sangeet |
সন্ধ্যাবেলার চামেলি গাে, সকালবেলার মল্লিকা
আমায় চেন কি।'
'চিনি তােমায় চিনি, নবীন পান্থ-
বনে বনে ওড়ে তােমার রঙিন বসনপ্রান্ত।
ফাগুন প্রাতের উতলা গাে, চৈত্র রাতের উদাসী
তােমার পথে আমরা ভেসেছি।'
'ঘরছাড়া এই পাগলটাকে এমন ক'রে কে গো ডাকে
করুণ গুঞ্জরি,
যখন বাজিয়ে বীণা বনের পথে বেড়াই সঞ্চরি ।'
'আমি তােমায় ডাক দিয়েছি ওগাে উদাসী,
আমি আমের মঞ্জরী।
তােমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গাে-
না চিনিতেই ভালাে বেসেছি।'
যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে
যাব ঝরা ফুলের রথে-
তখন সঙ্গ কে লবি
'লব আমি মাধবী।'
'যখন বিদায়-বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে
সঙ্গে কে র'বি।'
'আমি রব, উদাস হব ওগাে উদাসী,
আমি তরুণ করবী।'
'বসন্তের এই ললিত রাগে বিদায়-ব্যথা লুকিয়ে জাগে-
ফাগুন দিনে গাে
কাঁদন-ভরা হাসি হেসেছি।'