![]() |
Aami Rupe Tomay Bholabo Na (আমি রূপে তােমায় ভােলাব না, ভালােবাসায় ভােলাব) - Rabindra Sangeet |
আমি রূপে তােমায় ভােলাব না, ভালােবাসায় ভােলাব।
আমি হাত দিয়ে দ্বার খুলব না গাে, গান দিয়ে দ্বার খােলাব॥
ভরাব না ভূষণভারে,সাজাব না ফুলের হারে-
প্রেমকে আমার মালা করে গলায় তােমার দোলাব ॥
জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে,
চাঁদের মতাে অলখ টানে জোয়ারে ঢেউ তােলাব॥