![]() |
| Bnaachan Bnaachi Maaren Mori (বাঁচান বাঁচি মারেন মরি) - Rabindra Sangeet |
বলাে ভাই, ধন্য হরি ৷।
ধন্য হরি ভবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে।
ধন্য হরি শ্মশান-ঘাটে, ধন্য হরি, ধন্য হরি।
সুধা দিয়ে মাতান যখন ধন্য হরি, ধন্য হরি।
ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরি, ধন্য হরি।
আত্মজনের কোলে বুকে ধন্য হরি হাসিমুখে,
ছাই দিয়ে সব ঘরের সুখে ধন্য হরি, ধন্য হরি ।।
আপনি কাছে আসেন হেসে ধন্য হরি, ধন্য হরি।
খুঁজিয়ে বেড়ান দেশে দেশে ধন্য হরি, ধন্য হরি।
ধন্য হরি স্থলে জলে, ধন্য হরি ফুলে ফলে,
ধন্য হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি ৷।
Bnaachan Bnaachi Maaren Mori (বাঁচান বাঁচি মারেন মরি) - Rabindra Sangeet
Bnaachan Bnaachi Maaren Mori (বাঁচান বাঁচি মারেন মরি) - Rabindra Sangeet
