Chal Chal Bhaai (চল্ চল ভাই ত্বরা করে মােরা আগে যাই) - Rabindra Sangeet

Chal Chal Bhaai (চল্ চল ভাই ত্বরা করে মােরা আগে যাই) - Rabindra Sangeet
Chal Chal Bhaai (চল্ চল ভাই ত্বরা করে মােরা আগে যাই) - Rabindra Sangeet

চল্ চল ভাই,ত্বরা করে মােরা আগে যাই।
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন,
চল মােরা ক-জন ওদিকে যাই।
না না ভাই, কাজ নাই
হােথা কিছু নাই, কিছু নাই,
ওই ঝােপে যদি কিছু পাই।
বরা বরা-
আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,
চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়,
এবার ঠিকঠাক হয়ে সব থাক্,
সাবধান ধর্ বাণ, সাবধান ছাড়ু বাণ,
গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts