![]() |
Bol Daao More (বল দাও মােরে বল দাও প্রাণে দাও মোর শকতি) - Rabindra Sangeet |
বল দাও মােরে বল দাও, প্রাণে দাও মোর শকতি
সকল হৃদয় লুটায়ে তােমারে করিতে প্রণতি ৷।
সরল সুপথে ভ্রমিতে, সব অপকার ক্ষমিতে,
সকল গর্ব দমিতে খর্ব করিতে কুমতি ॥
হৃদয়ে তােমারে বুঝিতে, জীবনে তােমারে পূজিতে,
তােমার মাঝারে খুঁজিতে চিত্তের চিরবসতি।
তব কাজ শিরে বহিতে, সংসারতাপ সহিতে,
ভবকোলাহলে রহিতে, নীরবে করিতে ভকতি।।
তােমার বিশ্বছবিতে তব প্রেমরূপ লভিতে,
গ্রহ-তারা-শশী-রবিতে হেরিতে তােমার আরতি।
বচনমনের অতীতে ডুবিতে তােমার জ্যোতিতে,
সুখে দুখে লাভে ক্ষতিতে শুনিতে তােমার ভারতী ||
Bol Daao More (বল দাও মােরে বল দাও প্রাণে দাও মোর শকতি) - Rabindra Sangeet
Bol Daao More (বল দাও মােরে বল দাও প্রাণে দাও মোর শকতি) - Rabindra Sangeet