![]() |
Bole Daao Jal Daao Jal (বলে দাও জল দাও জল) - Rabindra Sangeet |
দেব আমি কে দিয়েছে হেন সম্বল।
কালাে মেঘ-পানে চেয়ে
এল ধেয়ে
চাতক বিহ্বল-
বলে, দাও জল।
ভূমিতলে হারা
উৎসের ধারা
অন্ধকারে
কারাগারে।
কার সুগভীর বাণী
দিল হানি
কালাে শিলাতল-