![]() |
Bone Bone Sobe Mile (বনে বনে সবে মিলে চল হাে চল হাে) - Rabindra Sangeet |
বনে বনে সবে মিলে চল হাে! চল হাে!
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়!
এমন রজনী বহে যায় রে!
ধনু বাণ বল্লম লয়ে হাতে
আয়, আয়, আয়, আয় রে!
বাজা শিক্গা ঘন ঘন-
শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে,
চমকিবে পশু পাখী সবে,
ছুটে যাবে কাননে কাননে
চারি দিক ঘিরে যাব পিছে পিছে।