Bone Bone Sobe Mile (বনে বনে সবে মিলে চল হাে চল হাে) - Rabindra Sangeet

Bone Bone Sobe Mile (বনে বনে সবে মিলে চল হাে চল হাে) - Rabindra Sangeet
Bone Bone Sobe Mile (বনে বনে সবে মিলে চল হাে চল হাে) - Rabindra Sangeet

বনে বনে সবে মিলে চল হাে! চল হাে!
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়!
এমন রজনী বহে যায় রে!
ধনু বাণ বল্লম লয়ে হাতে
আয়, আয়, আয়, আয় রে!
বাজা শিক্গা ঘন ঘন-
শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে,
চমকিবে পশু পাখী সবে,
ছুটে যাবে কাননে কাননে
চারি দিক ঘিরে যাব পিছে পিছে।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts