De Lo Sokhi (দে লাে সখী দে পরাইয়ে গলে) - Rabindra Sangeet |
দে লাে সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মােরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লাে চঞ্চল কুন্তল
কপােলে পড়িছে বারেবার ।।
আজি এত শােভা কেন, আনন্দে বিবশা যেন-
বিম্বাধরে হাসি নাহি ধরে,
লাবণ্য ঝরিয়া পড়ে ধরাতলে !
সখী, তােরা দেখে যা, দেখে যা-
তরুণ তনু এত রূপরাশি