Deshe Deshe Bhromi (দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে) - Rabindra Sangeet |
দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে
নগরে প্রান্তরে বনে বনে। অশ্রু ঝরে দু নয়নে,
পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে।
জ্বলিয়া উঠে অযুত প্রাণ, এক সাথে মিলি এক গান গায়-
নয়নে অনল ভায়- শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে!
ভয়ে সবে নীরবে চাহিয়ে ।।
ভাই বন্ধু তােমা বিনা আর মাের কহ নাই।
তুমি পিতা, তুমি মাতা, তুমি মাের সকলই।
তােমারি দুঃখে কাঁদিব মাতা, তােমারি দুঃখে কাঁদাব।
তােমারি তরে রেখেছি প্রাণ, তােমারি তরে ত্যজিব।
সকল দুঃখ সহিব সুখে