Diner Bichar Karo (দিনের বিচার করাে) - Rabindra Sangeet |
দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর।
দিনের কর্ম লইয়া স্মরণে সন্ধ্যাবেলায় সাঁপিনু চরণে-
কিছু ঢাকা নাই তােমার নয়নে, এখন বিচার করাে ।।
মিথ্যা আচারে থাকি যদি মজি আমার বিচার করাে।
মিথ্যা দেবতা যদি থাকি ভরজি, আমার বিচার করাে।
লােভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করাে।।
অশুভকামনা করি যদি কার, আমার বিচার করাে।
রােষে যদি কারাে করি অবিচার, আমার বিচার করাে।
তুমি যে জীবন দিয়েছ আমারে কলঙ্ক যদি দিয়ে থাকি তারে