Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet |
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডােরে বাঁধিয়া রাখাে হে দৌঁহার হাত ।।
প্রাণেশ, তােমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করাে হে করুণনয়নপাত ।।
সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তােমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব, তােমারি মাধুরী, তােমারি সত্য
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত ৷।
Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet
Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet