Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet |
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গাে একেলা ফেলে রাখ?
ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ।।
প্রাণ কারাে সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়,
এ পথে চলে যে অসহায় তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ।।
সংসারের আলাে নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়-
দেখাও তােমার বাতায়নে চির-আলাে জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই, পিপাসিত প্রাণ কাঁদে ওই-
অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখাে নাকো ৷।
কে আমার আত্মীয় স্বজন আাজ আসে, কাল চলে যায়।
চরাচর ঘুরিছে কেবল- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয় কে কাহারে দিবে গাে আশ্রয়-
সংসারের নিরাশ্রয় জনে তােমার স্নেহেতে, নাথ, ঢাকো ।।
Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet
Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet