Ebaar Dukkho Aamar (এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে পার হল) - Rabindra Sangeet |
এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল।
তােমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥
এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা,
কেন বয় পাই নি যে তার কূলকিনারা-
আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তােমার গলার হার হল৷।
তােমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল ।
বিরহের ব্যথাখানি খুঁজে তাে পায় নি বাণী,
এত দিন নীরব ছিল শরম মানি-
আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তােমার বীণার তার হল।।
Ebaar Dukkho Aamar (এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে পার হল) - Rabindra Sangeet
Ebaar Dukkho Aamar (এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে পার হল) - Rabindra Sangeet