Ebaar Elo Somay Re (এবার এল সময় রে তাের শুকনো-পাতা-ঝরা) - Rabindra Sangeet |
এবার এল সময় রে তাের শুকনো-পাতা-ঝরা-
যায় বেলা যায়, রৌদ্র হল খরা ।।
অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে
অকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।
স্তব্ধ বিজন ছায়াবীথি বনের-ব্যথা-ভরা ॥
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে -
শ্রান্ত বাঁশি আর তাে নাহি জাগে।
যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
কোন্ কালে সে পারে গেল সুদূর নদীকূলে।
রইল রে তাের অসীম আকাশ, অবাধপ্রসার ধরা।।
Ebaar Elo Somay Re (এবার এল সময় রে তাের শুকনো-পাতা-ঝরা) - Rabindra Sangeet
Ebaar Elo Somay Re (এবার এল সময় রে তাের শুকনো-পাতা-ঝরা) - Rabindra Sangeet