Ebela Daak Porechhe (এবেলা ডাক পড়েছে কোন্ খানে) - Rabindra Sangeet |
এবেলা ডাক পড়েছে কোন্ খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে।
সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুবসাঁতারে-
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গাে, মন জানে ৷।
এবেলা মন যেতে চায় কোন্ খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানে মিলনদিনের ভােলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গাে, রয় কানে ।।
Ebela Daak Porechhe (এবেলা ডাক পড়েছে কোন্ খানে) - Rabindra Sangeet
Ebela Daak Porechhe (এবেলা ডাক পড়েছে কোন্ খানে) - Rabindra Sangeet