Dharonir Gagoner Miloner (ধরণীর গগনের মিলনের ছন্দে) - Rabindra Sangeet |
ধরণীর গগনের মিলনের ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধ ॥
উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে,
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে৷।
দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে
নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে।
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া,
বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে॥
Dharonir Gagoner Miloner (ধরণীর গগনের মিলনের ছন্দে) - Rabindra Sangeet
Dharonir Gagoner Miloner (ধরণীর গগনের মিলনের ছন্দে) - Rabindra Sangeet