Anek Diner Shunyota Mor (অনেক দিনের শূন্যতা মাের ভরতে হবে) - Rabindra Sangeet |
অনেক দিনের শূন্যতা মাের ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥
বসন্তসমীরে তােমার ফুল-ফুটানাে বাণী
দিক পরানে আনি-
ডাকো তােমার নিখিল-উৎসবে॥
মিলনশতদলে
তােমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
খুলাও রুদ্ধদ্বার
পূর্ণ করাে প্রণতিগৌরবে॥