Anek Diyechho Naath (অনেক দিয়েছ নাথ) - Rabindra Sangeet |
আমায় অনেক দিয়েছ নাথ,
আমার বাসনা তবু পুরিল না-
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে, সখা, আরাে দিতে হবে হে-
তােমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না॥