Nabo Batsare Korilam Pon (নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা) - Rabindra Sangeet

Nabo Batsare Korilam Pon (নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা) - Rabindra Sangeet
Nabo Batsare Korilam Pon (নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা) - Rabindra Sangeet

নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা-
তব আশ্রমে তােমার চরণে, হে ভারত, লব শিক্ষা।
পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন-
যদি হই দীন না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা।
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা ॥
না থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র।
না থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র।
তােমা হতে যত দূরে গেছি স'রে তােমারে দেখেছি তত ছােটো ক'রে।
কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র।
হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র ।
পরের বাক্যে তব পর হয়ে দিয়েছি পেয়েছি লজ্জা।
তােমারে ভুলিতে ফিরায়েছি মুখ, পরেছি পরের সজ্জা।
কিছু নাহি গণি' কিছু নাহি কহি জপিছ মন্ত্র অন্তরে রহি-
তব সনাতন ধ্যানের আসন মােদের অস্থিমজ্জা।
পরের বুলিতে তােমারে ভুলিতে দিয়েছি পেয়েছি লজ্জা॥
সে-সকল লাজ তেয়াগিব আজ, লইব তােমার দীক্ষা।
তব পদতলে বসিয়া বিরলে শিখিব তােমার শিক্ষা।
তােমার ধর্ম, তােমার কর্ম, তব মন্ত্রের গভীর মর্ম
লইব তুলিয়া সকল ভুলিয়া ছাড়িয়া পরের ভিক্ষা।
তব গৌরবে গরব মানিব, লইব তােমার দীক্ষা ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts