Ei Aasa-Jaawar (এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি) - Rabindra Sangeet |
এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি।
কেউ বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি ।।
পথিকেরা বাঁশি ভ'রে যে সুর আনে সঙ্গে ক'রে
তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি ৷।
কার কথা যে জানায় তারা জানি নে তা,
হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি,
তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ।।
Ei Aasa-Jaawar (এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি) - Rabindra Sangeet
Ei Aasa-Jaawar (এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি) - Rabindra Sangeet