Ei Bujhi Mor Bhorer (এই বুঝি মাের ভােরের তারা এল সাঁঝের তারার বেশে) - Rabindra Sangeet |
এই বুঝি মাের ভােরের তারা এল সাঁঝের তারার বেশে।
অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে।
সকাল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা,
নামল আলােক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে ।।
সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে,
সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন্ সুরে যে কেই বা জানে।
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা
বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে ৷।
Ei Bujhi Mor Bhorer (এই বুঝি মাের ভােরের তারা এল সাঁঝের তারার বেশে) - Rabindra Sangeet
Ei Bujhi Mor Bhorer (এই বুঝি মাের ভােরের তারা এল সাঁঝের তারার বেশে) - Rabindra Sangeet